মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত যশোর জেলার শার্শা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও পূণর্মিলনী ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ঢাবিস্থ শার্শা উপজেলা শিক্ষার্থীদের সংগঠন তীর্থ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুজাফ্ফর চৌধুরী অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৮৫-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।ঢাবিস্থ শার্শা উপজেলা শিক্ষার্থীদের সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. আব্দুল মালেক।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি শামছুর রহমান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা,বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান সহ প্রমুখ।এই সময় নবগঠিত ঢাকাস্থ বেনাপোল সমিতির আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান ও নাসির উদ্দিন শাপলা, সদস্য সচিব হারুন অর রশিদ, কার্যকারী সদস্য শাহবুদ্দিন রনি, ফারহান উদ্দিন মানিক ও মফিজুর রহমান উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অতিথিদের সাথে উপজেলার অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস দিয়ে বরণ করা হয়।
Leave a Reply