মনিরামপুর কণ্ঠ ডেস্কঃ যশোর জেলার মনিরামপুৱ উপজেলা আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দল এবার প্ৰকাশ্যে রূপ নিয়েছে। আজ রোববার একই স্থানে পাল্টা কর্মসূচী ঘোষনা করে দুই পক্ষ। পাল্টা কর্মসূচীকে কেন্দ্র এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। দুই পক্ষই পৃথক মাইকিং করেছে। তবে প্ৰশাসনেৱ হস্তক্ষেপে দু’পক্ষই কৰ্মসূচী বাতিল কৱেছে।
জানা যায়, মনিরামপুরে ১নং রোহিতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও যু্বলীগের পৃথক আয়োজনে একই স্থানে কর্মসূচি ঘোষনা করা হয়। আজ বিকাল ৩ টায় এড়েন্দা বাজার মোড়ে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা আহ্বান করা হয়। এতে প্ৰধান অতিথি হিসেবে নাম প্ৰচার করা হয় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের। অন্যদিকে একই স্থানে ইউনিয়ন যু্বলীগের উদ্যোগে ৩নং ওয়ার্ড যু্বলীগের সম্মেলনের পৃথক কর্মসূচী ঘোষনা করে। এতে প্ৰধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্যে স্বপন ভট্রাচায্য এর নাম প্ৰচার করা হয়।
উভয় পক্ষ হতে এলাকায় মাইকিং কৱে। এতে আতংক ছড়িয়ে পড়ে সাধাৱন মানুষের মাঝে। সংঘৰ্ষেৱ আশংকায় গতকাল রাতে প্ৰশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখতে উভয় পক্ষকে কৰ্মসূচী বাতিলেৱ আহ্বান জানালে তারা তা বাতিল করে। তবে এলাকায় থেমে নেই দু’গ্ৰুপের নেতাকৰ্মীদের মহড়া।
ওয়াৰ্ড আ’লীগ সভাপতি ও অনুষ্ঠানেৱ আহ্বায়ক কাজী আসাদুজ্জামান বলেন, আওয়ামীলীগকে বাদ দিয়ে স্বতন্ত্ৰ এমপি যুবলীগের সম্মেলন করতে চাচ্ছিলেন, যে কারনে আমরা একই স্থানে মিটিং ডেকেছিলাম।
রোহিতা ইউনিয়ন আ’লীগ সভাপতি হাফিজ উদ্দীন জানান, স্থানীয় আ’লীগকে না জানিয়ে যুবলীগ সম্মেলন কৱতে যাচ্ছিলো। প্ৰশাসনের আহ্বানে সাড়া দিয়ে আমৱা কৰ্মসূচী বাতিল করেছি।
Leave a Reply