নূরুল হক, মণিরামপুর(০১৭২১৩৯০২০৮)
মণিরামপুরে পুন্যবাহি দু’টি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ ঘন্টা যশোর-সাতক্ষীরা সড়কে যান চলাচল বন্ধ। লরির ড্রাইবারসহ আহত ৩। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের হস্তক্ষেপে চলাচল শুরু।
স্থানীয় জানায়, বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর সরকারী কলেজের প্রধান গেইট বরাবর বিপরীত মুখী পন্যবাহি দুটি লরি পরস্পর মুখোমুখি সংঘর্ষেল ঘটনা ঘটে। এ সময়ে একটি লরি রাস্তার উপরই উল্টে যায় এবং অপরটি রাস্তার উপরেই বিপদজনক অবস্থায় আড় হয়ে যায়। এদিকে দূর্ঘটনায় পড়া লরি দু’টি রাস্তার উপর বিপদজনক অবস্থায় পড়ে থাকায় যশোর-সাতক্ষীরা সড়ককে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল এবং যাত্রীবাহি যানসহ বিভিন্ন প্রকার যানের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এতে তুষবাহি লরির ড্রাইভার কেশরপুর উপজেলার গৌরঘোনা গ্রামের সুধীর বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস, হেলপার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া এলাকার মোহাম্দ মোড়লের ছেলে আল-আমিনসহ অন্তত: ৩ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স্রে নিয়ে যায়। মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা আজমল হোসেন জানান, এদিন সকাল ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বালিভর্তি যশোর-ট-১১-১৫২০ লরিটি বিপরীত দিক থেকে ধানের তুষ ভর্তি একটি খুলনা-ট-১১-১৫২৪ লরির সাথে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর এলাকার কলেজ মোড় স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বালিভর্তি লরিটি রাস্তার উপরই উল্টে যায় এবং তুষ ভর্তি লরিটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার উপরই আড়াআড়ি হয়ে বিপদজনক অবস্থায় সৃষ্টি করে। ফলে রাস্তার যান চলাচল ৩ ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়। এদিন এসএসসি পরীক্ষা থাকায়-পরীক্ষা কেন্দ্রে পৌছুতে তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
Leave a Reply