মণিরামপুর (যশোর): বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশের ন্যায় মঙ্গলবার মনিরামপুরে শান্তিপূর্নভাবে অবস্থান ধর্মঘট পালিত হয়। বিকেলে দলিয় কার্যালয়ের সামনে থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত অবস্থান ধর্মঘট কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর কাউন্সিলর জামশেদ আলী, যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারন সম্পাদক নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, আব্বাস উদ্দিন,জুলফিকার আলী ভূট্টো,হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন, থানা ছাত্রদলের সাধারন সম্পাদক নবিরুজ্জামান আজাদ প্রমুখ। থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন জানান, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আজ বুধবার গণঅনশন কর্মসূচি পালন করা হবে।
Leave a Reply