নূরুল হক, মণিরামপুর
আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) আসনের সর্বস্তরের মানুষের সাথে নৌকার পক্ষে ধারাবাহিক মতবিনিময় ও গণসংযোগ অব্যহত রেখেছে জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহম্মদ চেীধুরী। সোমবার দিনব্যাপি উপজেলার হরিহরনগর ইউনিয়নের এনায়েতপুর, ডুমুরখালি, বাকড়া, পারখাজুরা, খাজুরা, মদনপুর, পাঁচপুতা, মুক্তারপুর বাজারসহ এর আশপাশের এলাকায় মতবিনিময় ও নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করে দিনব্যাপী এ গণসংযোগ করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে তার সাথে ছিলেন, জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফিরোজ হোসেন, জেলা যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন করিব ফরহাদ, জেলা যুবলীগ নেতা জাগাঙ্গীর আলম বাবলু, জেলা আইনজীবি সমিতির যুগ্ম সম্পাদক বদরুজ্জামান পলাশ, সাবেক শহর আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি হাতেম আলী সরদার, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, হরিহরনগর ইউনিয়ন আ’লীগ সভাপতি জহুরুল ইসলাম, সহসভাপতি মাষ্টার মফিজুর রহমান, ইউনিয়ন যু্বলীগের আহবায়ক শাহাজান কবির, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরীফ আহম্মেদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন, লোকমান হোসেন, ইউপি সদস্য আজগার আলী প্রমূখ।
Leave a Reply