নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
বিএনপি-জামায়াত কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা, যুক্তরাজ্যে বাংলাদেশ দুতাবাসে হামলা এবং সাজা প্রাপ্ত আসামী তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবীতে মণিরামপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকেলে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর ররহমান, বাপ্পী কুন্ডু, পৌর ছাত্রলীগের সভাপতি মোল্যা হুমায়ন কবীর, কলেজ ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান দ্বীপ, যুগ্ম আহবায়ক খালেদুর রহমান টিটো, ইস্রাফিল হোসেন, আবু হুরাইরা হেলাল, সাইদুল ইসলাম, মাহবুুর রহমান, জাহিদুর রহমান রিপন, এস.আই মুরাদ প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply