ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় আইনশৃংখলা বিষয়ক একসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফকির আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিকদার মতিয়ার রহমান, শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশরাফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার বশীর আহম্মেদ, বিজিবি প্রতিনিধি, জনপ্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ সরকারী সকর দপ্তরের প্রধানগণ। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে মহামান্য হাইকোর্টের দেওয়া স্বপ্রণোদিত রুলের নির্দেশনা বাস্তবায়ন ও শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশিত শিক্ষার্থীদের জাতীয় সংঙ্গীত প্রতিযোগীতার আয়োজনসহ ঝিকরগাছার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরোটলারেন্স নীতির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply