ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা এমএল মডেল হাই স্কুল মিলনায়তনে পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধ ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধাব চন্দ্র রুদ্র । তিনি তার বক্তব্যে বলেন, যশোর শিক্ষা বোর্ডের অধিনে কোথাও প্রশ্নপত্র ফাঁস এর ঘটনা ঘটেনি। দেশের অন্যান্য স্থানের মত প্রশ্নপত্র ফাঁসের গুজবে নিজেকে না জড়িয়ে ভালো ভাবে চলতি এসএসসি পরীক্ষা সমাপ্ত করার জন্য শিক্ষকদের অনুরোধ জানান। তিনি আারো বলেন, প্রশ্নপত্র ফাঁস হোক আর না হোক কুচক্র মহল এটা নিয়ে গুজব ছড়িয়ে চলেছে কিন্তু যে প্রধানমন্ত্রী বছরের প্রথম থেকেই আপনাদের সন্তানদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়েছে তার এই বিষয়ে কেউই কোন কথা বলেন না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, আলিমন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুন, বাঁকড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীন, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, টাওরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান, লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএস সেলিম রেজা, নাইড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার ভট্টাচার্য, বেনেয়ালী এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার নাথ, ঝিকরগাছা এমএল মডেল হাই স্কুলের অভিভাবক সদস্য মোঃ মোকলেছুর রহমান সহ উপজেলার ৫২টা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী।
Leave a Reply