ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, শিক্ষার্থীদের ভিতরে নৈতিক শিক্ষা থাকলে কর্মজীবনে কেউ রডের পরিবর্তে বাশ ব্যবহার করবে না। সকল শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। রোববার বেলা ১২টায় যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহ্ ফয়জাবাদ ফাজিল মাদরাসায় ‘মানসম্মত শিক্ষা শীর্ষক আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষাথীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে দেশপ্রেমিক হতে হবে। দেশপ্রেম না থাকলে ভালো মানুষ হওয়া সম্ভব নয়। তোমরা আগামী দিনের দেশ পরিচালনার কারিগর। সেই লক্ষ্যে তোমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে বলেন, বিএনপি-জামায়াতের আমলে যে মাদ্রাসা সুপার ৫১০০ টাকা বেতন পেতেন সেই সুপারের বেতন ২৯ হাজার টাকা করেছেন জননেত্রী শেখ হাসিনা। ২৬ হাজার ২শত প্রাইমারী স্কুলকে জাতীয়করণ করেছেন। কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে ২৭ লাখ শিক্ষার্থীদের এমএ সমমান মর্যাদা দিয়েছেন। বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন। এ সময় এই সকল ভালো কাজের ফল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। গাজীর দরগাহ ফয়জাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও: মো: বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ। আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, গাজীর দরগাহ ফয়জাবাদ ফাজিল মাদ্রাসার গভর্নিং বডের সদস্য মাহবুবুল আলম বুলু, সাবেক ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা লোটাস, আবু সাঈদ মিলন, শেখ ইমরান, ছাত্রলীগ নেতা ইকরামুল হক সাজু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, গাজীর দরগাহ ফয়জাবাদ ফাজিল মাদরাসার শিক্ষক মাও: মো: আশরাফুল ইসলাম।
Leave a Reply