ফরিদা ইয়সমনি পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলার রায় কে ঘিরে সারাদেশের অরাজগতার সৃষ্টি হতে পারে এমন ধারনার উপর ভিত্তি করে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক ভূমিকা রেখে কড়া নিরাপত্তায় ছিলেন ঝিকরগাছা পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহ সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাধারন সম্পাদক মুছা মাহামুদ, যশোর জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, সাহানা বেগম, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম, যুবলীগ নেতা ইলিয়াস মাহমুদ, তাজ উদ্দীন, সাদ আমিন রনি, আশরাফুল ইসলাম, সেচ্ছা সেবকলীগের সহ সভাপতি ইকবাল হাজী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সাধারণ সম্পাদক মনিরুল আলম মিশর, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শামসুজ্জোহা লোটাস, আবু সাঈদ মিলন, ইমরান হোসেন, মজনু, উপজেলা ,পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খালেদা জিয়ার দূর্নীতি মামলার রায়কে ঘিরে ঝিকরগাছায় পুলিশের কড়া নিরাপত্তার বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঝিকরগাছাবাসী সহ সাধরণ মানুষের প্রতি নিরাপত্তার দিতে আমি আমার দার্য়িত্ব পালন করে আমার পুলিশ সদস্যদের মাধ্যমে স্থানীয় বাজার সহ উপজেলার সকল ইউনিয়নের নাশকতা প্রতিহত করতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তারা তাদের দার্য়িত্ব পালন করে আসছে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া বলেন, যশোর থেকে বেনাপোল হাইওয়েতে বিকাল পর্যন্ত কোন দূর্ঘটনা হয়নি। আদালতের রায়ের প্রতি অসম্মান পূর্বক কোন ঘটনা ঘটলে আমরা তাতক্ষনিক ভাবে পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছি।
Leave a Reply