অমারেশ কুমার বিশ্বাস, রাজগঞ্জ ( যশোর):
মনিরামপুর উপজেলার মুক্তারপুর ক্রিকেট একাদশের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এই আসরে আট দল অংশ গ্রহণ করে ৷ বল্লা ক্রিকেট একাদশ ,মুক্তারপুর ক্রিকেট একাদশ ,ঝাঁপা ক্রিকেট একাদশ,বাঁকড়া ক্রিকেট একাদশ,পাঁচপোতা ক্রিকেট একাদশ, ইস্তা ক্রিকেট একাদশ,সাদীপুর ক্রিকেট একাদশ,। সর্বশেষ ফাইনালে মুখোমুখি হয় ঝাঁপা ক্রিকেট একাদশ ও ইস্তা ক্রিকেট একাদশ।
ঝাঁপা ক্রিকেট একাদশ ৬৫ রানে ইস্তা ক্রিকেট একাদশকে হারিয়ে চাম্পিয়ান হয়।
বিকাল ৩ টায় খেলায় টচে জিতে প্রথমে ঝঁপা ক্রিকেট একাদশ ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৷
সংক্ষিপ্ত স্কোরঃ
ঝাঁপা ক্রিকেট একাদশ
১২ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১২৫ রান। মোঃ রায়হান হোসেন ব্যাট থেকে আসে ৬৫ রান ৷
ইস্তা ক্রিকেট একাদশ
১২ ওভারে ১০ ইউকেট হারিয়ে ৬০ রান ৷
ঝাঁপা ৬৫ রানে বিজয়ী।
ব্যাট হাতে ৬৫ রান ও বল হাতে ৫ ইউকেট নিয়ে ম্যান অফ দ্যা হন ঝাঁপা ক্রিকেট একাদশের মোঃ রায়হান হোসেন৷
ম্যাচ শেষে হানুয়ার মাঝের পাড়া ক্রিকেট একাদশের অধিনায়ক বললেন হারের মুল কারণ ব্যাটিং ব্যার্থতা ।
Leave a Reply