মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি:এপার বাংলা-ওপার বাংলা যৌথভাবে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে বেনাপোল আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে শার্শা উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কর্মীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টার সময় বেনাপোল পৌর আওয়ামীলগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, বাঙ্গালী জাতি এত সভ্য এত বীর এত সুশৃংখল এত ত্যাগি জাতি যারা তাদের সমস্থ পাওনা রক্ত দিয়ে সমৃদ্ধ করেছে। তাই এবার ২১ উদযাপনের শ্লোগান হবে” বিশ্ব মাবব হও যদি” কায়মনে বাঙ্গালী হও”। তিনি বলেন রবিবার (৪ ফেব্রয়ারী) পশ্চিম বাংলার উত্তর ২৪ পরগনা জেলার বনগাও শহরের বনগাঁও পৌরসভার মিলনায়তনে এ শ্লোগানের কথা তুললে পশ্চিম বাংলার খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ সকলে সর্বসম্মতি ক্রমে সমর্থন করেন।
বেনাপোল আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন বাবলু, মহিলা লীগের সভাপতি খতিব আমেনা, উপজেলা সাংগঠনিক সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম,দপ্তর সম্পাদক আজিবর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক বকুল,শ্রম বিষায়ক সম্পাদক কোরবান আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সেলিম রেজা বিপুল, আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি রহমত আলী,পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফফার সরদার, আওয়ামীলীগ নেতা ওবাইদুর রহমান ,নাজিম উদ্দিন, আব্দুল হাই, জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি মেয়র লিটন বলেন, দুই বাংলার মানুষ বেনাপোল নোম্যন্সল্যান্ডে রক্ত দান করবে। এপারের রক্ত ওপারে যাবে আর ওপারের রক্ত এপারে আসাবে। এবারের ২১ উদযাপন হবে অত্যান্ত জাঁকজমক ভাবে দুই বাংলায়। দুই বাংলার ২ কিলোমিটার সাজবে বর্নাঢ্য সাজে। উভয় দেশের বাঙ্গালীরা শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক শেষে একই মঞ্চে আলোচনা সভায় অংশ নিবে। দুই বাংলার জাতিয় পর্যায়ের নেতা সহ নামি দামি শিল্পীরা উপস্থিত থাকবে ২১ এর মঞ্চে। তিনি আরো বলেন ঐ দিন দুই বাংলার ২১ উদযাপনকারী ১০০০০( দশ হাজার) হাজার মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে। যার সিংহ ভাগ অর্থাৎ এপার বাংলার মানুষ পাবে ৭০০০ (সাত হাজার ) প্যাকেট।
Leave a Reply