অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ (যশোর)ঃ
যশোরের জেলার মনিরামপুরে হানুয়ার ( বাগেরআলী) গ্রামের শিমুল সরদার (১৯) পিতা:মো:হাসান সরদার আজ সোমবার বিকাল ৪ টার দিকে সড়ক দূর্ঘটনায় নিহত হন। শিমুল চাকরীর পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় পুলেরহাট -রাজগঞ্জ সড়কে একটি বাসের ছাদে উঠে। মাহিদিয়া বাজারের নিকট আসলে তিনি বসের ছাদ থেকে পরে মাথায় প্রচন্ড আঘাত পান । তাকে দ্রুত যশোর সদর হসপিতালে ভর্তি করা হয়, কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। শিমুল যশোর সরকারী এম এম কলেজের ১ম বর্ষের ছাত্র। শিমুলের অকাল মৃত্যুতে তার মাতা পিতা, গ্রামের প্রতিবেশিরা গভীর ভাবে শোকাহত।
শিমুলের বন্ধুদের সাথে কথা বলতে গেলে তারা কাঁন্নায় ভেঙ্গে পরে। তারা বলে আমাদের সবচেয়ে ভালো বন্ধু আজ আমাদের ছেড়ে চলে গেল। আমরা কি ভাবে তাকে ছাড়া আগামী দিন গুলোতে এগিয়ে যাবো।
সম্পূর্ণ এলাকা জুড়ে এখন শোকের মাতম চলছে।
Leave a Reply