মোঃ আয়ুব হোসেন (পক্ষী) বেনাপোল প্রতিনিধিঃ-
যশোরের বেনাপোল বন্দর এলাকার পোর্ট থানার সামনে থেকে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ২০ পিস স্বর্ণের বার সহ সবুজ মিয়া (২৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে ৪৯,ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার সকাল ৮টার সময় বেনাপোল বন্দর এলাকার বেনাপোল পোর্ট থানার সামনে থেকে তাকে আটক করে বিজিবি। আটক সবুজ মিয়া ইজিবাইক চালক সে সাদিপুর গ্রামের শহিদুল হকের ছেলে।
৪৯,ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল বাজার থেকে ইজিবাইক চালিয়ে বর্ডারে আসছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইজিবাইক গতিরোধ করলে সে আমাদের একজন সিপাহী কে ইজিবাইক দিয়ে ধাক্কা মেরে পালাতে গেলে দৌঁড়ে আমরা তাকে আটক করি । পরে তার দেহ ও ইজিবাইক তল্লাশি চালিয়ে ২০ পিস স্বর্ণেরবার পাওয়া যায়।
৪৯, বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক স্বর্ণ ও টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক সবুজক বেনাপোল পোর্ট থানায় স্বর্ণেরবার সোপর্দ করা হবে।
Leave a Reply