সমাজের অঙ্গতীরচিত্র পাল্টে দিতে পারে সাংবাদিক সমাজ….. জাহিদুল ইউএনও
ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর থেকে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার মাধ্যম নিরপেক্ষ অনলাইন পোর্টাল রুপসা নিউজ ২৪ ডট কম এর যশোর জেলা ব্যুরো অফিসের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় ঝিকরগাছা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক আনন্দঘন উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে রুপসা নিউজ ২৪ ডট কমের যশোর জেলা ব্যুরো অফিসের অগ্রযাত্রার সুচনা করা হয়েছে।
রুপসা নিউজ ২৪ ডট কম এর যশোর জেলা ব্যুরো অফিস পরিচালনাকারী (ব্যুরো প্রধান) এবং যশোর থেকে বস্তুনিষ্ঠতাই আমাদের অহংকারে বহুপ্রচালিত দৈনিক কল্যাণ পত্রিকার গদখালী প্রতিনিধি আফজাল হোসেন চাঁদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের অঙ্গতীরচিত্র পাল্টে দিতে পারে সাংবাদিক সমাজ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজবির্নিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াসহ বহু আলোচিত ও চাঞ্চল্যকর মামলার অনুসন্ধানী রিপোর্ট তারই প্রমাণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য মোঃ ইকবাল আহমেদ রবি, দৈনিক কল্যাণ এর ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ওয়াহাব মুকুল, প্রেসক্লাবের সভাপতি জনাব খন্দকার বশির আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরান রশিদ, রুপসা নিউজ ২৪ ডট কম এর উপদেষ্টা জনাব আ. শ. ম এহসানুল হোসেন তাইফুর, এম. এ রহমান, বার্তা সম্পাদক জনাব আক্তার হোসেন, চ্যানেল এস এর বেনাপোল প্রতিনিধি ও দৈনিক কল্যাণ পত্রিকার নাভারণ প্রতিনিধি ইসমাইল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামাল, তরিকুল ইসলাম, সদস্য মতিয়ার রহমান, একরামুল হক খোকন, আবুল কালাম আজাদ, ঝিকরগাছা সম্ময়ন নাগরিক কমিটির আহবায়ক আশরাফুজ্জামান বাবু, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, দৈনিক যশোর প্রত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক দৃষ্টিপাত এর শার্শা উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন, নজরুল ইসলাম খোকন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম।
Leave a Reply