রেজওয়ান বাপ্পী, যশোর।।
মাছ চাষের জন্য হাওড়, বাওড়ে যত্রতত্র বাঁধের কারণে নাব্যতা হারানো সরকারি খালগুলো খননের জোর দাবি জানিয়েছেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
বুধবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে মৎস্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।
এমপি মনির বলেন, মাছ চাষে আমরা পৃথিবীর চতুর্থ। তন্মোধ্যে যশোর জেলা দেশের প্রথম। এ জেলায় রয়েছে অনেক হাওড়, বাওড় ও খাল। এই সমস্থ জায়গায় যত্রতত্র মাছ চাষের কারণে খালগুলো নাব্যতা হারিয়েছে।
তিনি বলেন, খালগুলোর নাব্যতা হারানোর কারণে কৃষকদের আবাদি জমি অনাবাদি হয়ে গেছে। এই মুহূর্তে নাব্যতা হারানো খালগুলো খনন করা অতি জরুরী।
এ সময় এই সমস্থ খালগুলো খনন করে অনাবাদি জমিগুলো আবাদি করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এই সংসদ সদস্য।
Leave a Reply