মোঃ আয়ুব হোসেন(পক্ষী)শার্শা উপজেলা, বেনাপোল প্রতিনিধি :-যশোরের শার্শা উ পজেলার ধলদা গ্রামে দেয়াল চাপা পড়ে ইছাহাক আলী (৫) নামে এক শিশু নিহত ও জাহিদ হোসেন (৭) আহত হয়েছে। নিহত ইছাহক আলী ও আহত জাহিদ হোসেন চাচাতো ভাই। নিহত ইছাহক ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার সকাল ১১ টার সময় ইয়াছিন আলীর নির্মানাধীন বাড়ির পুরাতন দেয়ালের পাশে দুই ভাই খেলা করছিল। হঠাৎ করে দেয়াল ভেঙ্গে পড়লে ঘটনাস্থলে শিশু হাবিবুর রহমানের মৃত্যু হয় এবং চাচাতো ভাই জাহিদ হোসেন গুরুতর আহত হয়। আহত জাহিদ হোসেন বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উলাশী ইউপি‘র চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply