ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি : যশোর জেলা ব্যুরো অফিস : যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, লেখাপড়া মাধ্যমে আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। প্রতিবারের ন্যায় এবারও শিক্ষাখাতে পর্যপ্ত বাজেটের মাধ্যমে শিক্ষার উন্নয়নে শিক্ষকদের বেতন বৃদ্ধি, ফ্রি পাঠ্যপুস্তক প্রদান, উপবৃত্তি প্রদান সহ শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন পদ সৃষ্টি করে বেকারত্ব দুর করছে। বর্তমান সরকার নারী শিক্ষার উপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন। নারী ক্ষমতায়নের জন্য সকল ক্ষেত্রে নারী অগ্রাধিকার দেয়া হচ্ছে। নারী শিক্ষার জন্য সরকার ডিগ্রী পর্যন্ত নারীদের ফ্রি পড়াশুনার ব্যবস্থা করেছেন, উপবৃত্তির ব্যবস্থা করেছে। শিক্ষার মানউন্নয়নে কোটি কোটি টাকা ব্যয়ে সকল বিদ্যালয়ে নতুন ভবন দিচ্ছে। সরকারের বর্তমান শিক্ষানীতি বাস্তবায়নের জন্য এবং ডিজিটাল ক্লাস পদ্ধতি চালু করার ক্ষেত্রে সকল শিক্ষককে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। জননেত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করার জন্য নিরর্লসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তার রোল মডেল বিশ্বকে হতবাগ করেছে। বাংলাদেশ বিশ্বের একটি উন্নয়নের দৃষ্টান্তে পরিণত হতে চলেছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি রবিবার সকাল ১০টায় ঝিকরগাছা বিএম হাই স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শুভ উদ্বোধন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে স্কুলের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহ্মুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিল্লুর রশীদ, শহীদ মশিয়ুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ পাভেল চৌধুরী, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, সাহানা আক্তার। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শাহ আলম মিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুল আলম মিশর, যুবলীগ নেতা ইলিয়াস মাহমুদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান রশিদ, সাংবাদিক আফজাল হোসন চাঁদ সহ শিক্ষক, অভিভাবক ও সূধিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক (হিসাব বিজ্ঞান) রুনা লাইলা।
Leave a Reply