মোঃ আয়ুব হোসেন(পক্ষী)শার্শা উপজেলা, বেনাপোল প্রতিনিধি :-
নুপুর (২৫) নামে এক গৃহবধু পরকিয়া প্রেমে জড়িয়ে স্বামীকে কৌশলে মাদক দিয়ে প্রশাসনের কাছে ধরিয়ে দিয়ে ৫ লাখ টাকা ও ৩ ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার স্বামী হাসান আলী।
হাসান বেনাপোল পোর্ট থানার অভয়বাস রাজগঞ্জ এলাকার আনিছুর রহমানের ছেলে।
সে অভিযোগ করে বলে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সে নাভারন আনছার ক্যাম্পের সামনে কাজল মিয়ার মেয়ে নুপুরকে গত ছয়মাস আগে বিয়ে করে। নুপুর তার অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য তাকে ৫শ’ গ্রাম হেরোইন দিয়ে প্রশাসনের কাছে ধরিয়ে দেয়। হাসান বলে তার কাছে কোন হেরোইন ছিল না। তাকে বাঁগআচড়া আইসিতে ডেকে নিয়ে এসআই সাজ্জাদ হেরোইন দিয়ে চালান দেয়। সে বলে তার স্ত্রীর নাভারনে সাদ্দাম নামে এক যুবকের সাথে পরকিয়া প্রেম ছিল। সাদ্দাম ও তার স্ত্রী পুলিশকে ম্যানেজ করে তাকে মাদক ব্যাবসায় জড়িত করে চালান দেয়।
হাসান আরো জানায় গত ৭/১০/১৭ তারিখে তাকে চালান দেওয়ার পর তার স্ত্রী তাকে একবার ও জেল খানায় দেখতে যায় নাই। সে জেল খানা থেকে অন্য লোক মারফত জানতে পারে তার স্ত্রী বাড়িতে থাকা গরুর ব্যবসার ৫ লাখ টাকা ও ৩ ভরি সোনা নিয়ে পালিয়ে যায়। সম্প্রতি সে জামিন পেয়েছে বলে জানায়।
শার্শা থানার বাগআঁচড়া আইসিপি ক্যাম্পের এস আই সাজ্জাদ হোসেন বলেন আমরা তার কাছে বাগআঁচড়া ভাড়া বাড়িতে থাকা অবস্থায় হেরোইন পেয়েছিলাম সেই মোতাবেক তাকে থানায় এনে মাদক ব্যবসায়ি হিসাবে চালান দিয়েছি। আমরা তাকে কোন ষড়যন্ত্রমুলক ভাবে চালান দেয়নি।
নুপুর এখন নাভারন তার ভাই মিঠুর হেফাজতে আছে। তবে নির্ভরযোগ্য সুত্র বলেন, নুপুর এর আগে ৩টি বিয়ে করে সে সব স্বামীর সাথে প্রতারনা করে অর্থ আত্নসাৎ করেছে। এটা তার একরকম ব্যবসা বলে সুত্র দাবি করে।
Leave a Reply