ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল ১২টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে উপজেলা ও পৌরসভার দুস্থ্য, অসহায়, ভিক্ষুক ও দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার যেমন ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১/২ কেজি মুড়ি, ১ কেজি বিস্কুট, ১ ডজন মোমবাতি, ১ বক্স ম্যাচ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওলিয়ার রহমান, যশোর জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়োজিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।
Leave a Reply