ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল সাড়ে ১০টার সময় সালেহা কবীর জীবন (এসকেজি) ফাউন্ডেশন শরীফপুর, গদখালীর আয়োজনে ও এডিশনাল এসপির পক্ষে আশরাফুজ্জামানের উপস্থিতিতে উপজেলা ও পৌরসভার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির। তিনি তার বক্তব্যে বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধশালী, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার। কিন্তু আপনারা জানেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করেছিল, জিয়াউর রহমান তাদের প্রতিষ্ঠিত করেছিল। তাদের সরকারীভাবে নিরাপত্তা দেয়া হয়েছিল। বড় বড় পদে সরকারী চাকুরীর ব্যবস্থা করা হয়েছিল। কালো আইন বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না বলে তাদের শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হয়েছিল। কিন্তু ইতিহাস কোনদিন কাউকে ক্ষমা করেনি। তাই অপরাধীদের দীর্ঘদিন পরে হলেও বিচার হয়েছে। দেশের মানুষের কাছে তারা আস্তেকুড়ে হিসাবে নিক্ষিপ্ত হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরর্লসভাবে পরিশ্রম করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সারা বিশ্বে ছুটে বেড়াচ্ছেন। কিন্তু এই উন্নয়নের ধারা ব্যাহত করার জন্য সেই ষড়যন্ত্রকারীরা আবারও চক্রান্ত শুরু করেছে। সেই চক্রান্তের মোকাবেলা করার জন্য প্রতিটি মুক্তিযোদ্ধাকে সজাগ থাকতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় রাখতে সবাইকে এক কাতারে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওলিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, থানার অফিসার্স ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, যশোর জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও ডেপুটি কমান্ডার শাহাজাহান আলী, আল-ইমদাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীক, পরিচালক মাজাহারুল আলম কায়েস, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন রেজা।
Leave a Reply