মোঃ আয়ুব হোসেন(পক্ষী) বেনাপোল প্রতিনিধি :-যশোরের শার্শা উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানে ‘স্টুডেন্ট ক্যাবিনেট’ এর নির্বাচন চলছে।
শনিবার সকাল থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে খুব জাকজমক পূর্নভাবে চলছে এই নির্বাচন।
জাতীয় নির্বাচনের মত প্রিজাইডিং অফিসার,পুলিং অফিসার,পুলিং এজেন্ট,প্রার্থী, ভোটার ও কর্মিসমর্থকদের পদচারনায় মুখোরিত হয়ে উঠেছে প্রতিটি শিক্ষা প্রতিষ্টান ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরি হাফিজুর রহমান বলেন, উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্টানে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। চলবে বেলা ১২ টা পর্যন্ত। এর পর চলবে গননার কাজ।
উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের ‘স্টুডেন্ট ক্যাবিনেট’ নির্বাচনের প্রার্থী মৌসুমী বলেন,সকাল থেকেই খুব জাকজমক পূর্নভাবে ভোট গ্রহন চলছে । এটি সরকারের একটি ভাল উদ্যোগ । জয়ের ব্যাপারে আমি আশাবাদি ।
একই কথা বলেছেন রহিম হোসেন, রত্না , দোলন আক্তার ও সহিদ হোসেন। তারা সকলেই প্রার্থী এবং জয়ের ব্যাপারে আশাবাদি।
Leave a Reply