মোঃ আয়ুব হোসেন(পক্ষী)শার্শা উপজেলা, বেনাপোল প্রতিনিধি :-
যশোরের নাভারণে মোটর সাইকেলের ধাক্কায় মহিলা এনজিও কর্মী নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এনজিও কর্মীর নাম কামরুন্নাহার হাওয়া (৪০)। সে শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে এবং নাভারণের এনজিও সুসমাজ ফাউন্ডেশনের মাঠকর্মী।
এলাকাবাসী ও নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট পলিটন মিয়া জানান, নিহত কামরুন্নাহার হাওয়া পেশাগত কাজে প্রতিদিনের ন্যায় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে ইজিবাইক থেকে নেমে রাস্তা পারাপার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিলা এনজিও কর্মী কামরুন্নাহার হাওয়া গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
Leave a Reply