ডেস্ক নিউজ: কুড়িগ্রামে মধ্যরাতে সাংবাদিক আটক করে নির্যাতনের ঘটনায় আরডিসি নাজিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। তাকে গত বৃহস্পতিবার ৬ আগস্ট সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব। ওই একই ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনসহ অন্যদের বিরুদ্ধে এখনও পর্যন্ত এ ধরনের কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না জানতে চাইলে শেখ ইউসুফ হারুন জানিয়েছেন, অন্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান। মামলা শেষে অপরাধী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আরডিসি নাজিম উদ্দিনের বিরুদ্ধেও বিভাগীয় মামলা চলমান রয়েছে, এ অবস্থায় সবার আগে তাকে কেন সাময়িক বরখাস্ত হলেন, এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব জানান, কুড়িগ্রামের আরডিসি নাজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর বিধায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, আরডিসি নাজিম উদ্দিন কুড়িগ্রামের আগেও যেসব স্টেশনে সরকারি দায়িত্ব পালন করেছেন, তিনি সেখানেই কোনো না কোনো ঝামেলা সৃষ্টি করেছেন। তার কর্মকাণ্ডে সরকার তথা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ মার্চ শুক্রবার রাতের ঘটনায় ১৫ মার্চ তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর প্রায় পাঁচ মাস পর তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
Leave a Reply