মণিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে ৫৫৫ বস্তা সরকারি চাল বিক্রির মামলায় যুবলীগনেতা আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক আব্দুল কুদ্দুস জুড়ানপুর গ্রামের আকবর মোড়লের ছেলে। ডিবি পুলিশের একটি সূত্র জানায়, মণিরামপুরে ৫৫৫ বস্তা সরকারি চাল বিক্রির মামলায় ইতোপূর্বে ঘটনার সাথে জড়িত শহিদুল ইসলাম নামে এক আসামিকে তারা আটক করে। আদালতে দেয়া তার ১৬৪ ধারার জবানবন্দি থেকে সরকারি চাল বিক্রির সাথে জড়িত হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু ও আব্দুল কুদ্দুস নামে আরও দুজনের নাম প্রকাশ পায়। সেই থেকে তারা আব্দুল কুদ্দুসকে খুঁজছিলো। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুড়ানপুর থেকে তাকে আটক করে। সোমবার বিকেল ৪টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কুদ্দুস বলেন- “গত ৩০-০৩-২০২০ তারিখে মনিরামপুর খাদ্য গোডাউনের উল্টোদিকে কামরুলের দোকানের সামনে আমি ও উত্তম চক্রবর্তী বাচ্চুর উপস্থিতিতে শহিদুল, জগদীশ ও মামুনের সাথে উত্তম চক্রবর্তী বাচ্চু সরকারি ৫৫৫ বস্তা চাল ৪ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রির কথা পাকা করেন। এরপর ০৪-০৪-২০ তারিখ ট্রাকের মাধ্যমে চাল ডেলিভারি হয়। ৩০-০৩-২০ তারিখ মামুনের চাতালে গিয়ে উত্তম চক্রবর্তী বাচ্চু ৪ লক্ষ টাকা নিয়ে আসে, সাথে ছিলো শহিদুল ও জগদীশ। ২-৪ দিন পর মামুন এসে বাকি ৮০ হাজার টাকা উত্তম চক্রবর্তী বাচ্চুর কাছে দিয়ে যায়। আমি এই সম্পর্কে আর বেশি কিছু জানিনা, এই আমার জবানবন্দি।”
Leave a Reply