মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে বাংলাদেশ ছাত্রলীগে অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে এবং তার থেকে সাবধান করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন ছাত্রলীগ। শনিবার ইউনিয়ন ছাত্রলীগের প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সোহাগ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-বাংলাদেশ ছাত্রলীগের যশোর জেলার মনিরামপুর উপজেলা শাখার আওতাধীন ১নং রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, ইউনিয়নের ১নং ওয়ার্ডের পট্টি গ্রামের জিএম সাদী, পিতা- গাজী রিজাউল। সে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা অ্যাড. গাজী এনামুল হকের আপন ভাতিজা। জি,এম সাদী নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে বিভিন্ন মহলে পরিচয় দিচ্ছে এবং নিজের এবং পরিবারের রাজনৈতিক পরিচয় গোঁপন করে বিভিন্ন কুটকৌশল অবলম্বন করে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের সাথে ছবি তুলে তার নিজের ফেসবুক আইডিতে পোষ্ট করে নিজেকে ছাত্রলীগের কর্মী বা ক্ষেত্র বিশেষ নেতা পরিচয় দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। মূলত: সে একজন অনুপ্রবেশকারী, তার পরিবারের সবাই জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সম্পর্কযুক্ত। সে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা হাতিয়ে নেওয়ার জন্য নিজেকে ছাত্রলীগের কর্মী/নেতা হিসেবে পরিচয় দিচ্ছে। তার সাথে রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের কোন সম্পর্ক নাই।
এ ছাড়াও বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সে যদি কোথাও বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে সংগঠনের নাম ভাঙ্গানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply