নিউজ ডেক্স: করোনা ভাইরাসের প্রভাবে স্থবির জনজীবনে কর্মহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন বহু মানুষ। এসব বিবেচনা করে যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস.এম ইয়াকুব আলী এপ্রিল মাসের দোকান ভাড়া মওকুফ করেছেন। ভাড়া মওকুফের পাশাপাশি ভাড়াটিয়াদের পাশে থেকে তাদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় অনুষ্ঠিত সিটি প্লাজা দোকান মালিক সমিতির বিশেষ সভায় এ স্বিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। ইয়াকুব আলীর এ স্বিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। সূত্রজানায়, যশোর সিটি প্লাজায় ১ম. ২য় ও ৩য় তলায় শতাধিক দোকান রয়েছে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুই মাস ধরে বন্ধ থাকায় দোকান মালিকেরা চরম ক্ষতিগ্রস্থ। এমতাবস্তায় বৃহস্পতিবার তারা জরুরী সভার স্বিদ্ধান্ত নেয়। সভায় অংশ নেন সিটি প্লাজার চেয়ারম্যান ইয়াকুব আলী। এসময় তিনি ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন। পরে তিনি এ স্বিদ্ধান্ত গ্রহন করেন। এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, করোনা সংকটে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে ইয়াকুব আলী মানবিকতার পরিচয় দিয়েছেন।এজন্য তারা কৃতজ্ঞ । ব্যাবসায়ীরা আরো বলেন, তিনি নিজে একজন ব্যবসায়ী হওয়ায় তিনি ব্যবসায়ীদের কষ্ট বোঝেন। অতীতেও তিনি বিভিন্ন সময় দোকান মালিকদের পাঁশে দাড়িয়েছেন। কিন্তু এবার তিনি শতাধিক দোকানের ভাড়া মওকুফ করে নজির স্থাপন করলেন। তারা আরো বলেন, যশোরের সব ব্যবসায়ীদেরই একই অবস্থা। এ পরিস্থিতিতে সব দোকান মালিকদের ভাড়াটিয়াদের প্রতি এমন সহানুভূতি দেখানা উচিৎ।
এ বিষয়ে সিটি প্লাজার চেয়ারম্যান এস.এম ইয়াকুব আলী বলেন, করোনা ছোবলে মানুষ আজ অসহায়। ব্যবসায়ীরা ব্যাংক লোন সহ কর্মচারীর বেতন দিতেই হিমশিম খাচ্ছে। এ মুহুর্তে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় করাটা অমানবিক মনে হয়েছে তার। এছাড়া তিনি আরো বলেন, করোনাভাইরাসের এই মহাদুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন।এসব বিষয় বিবেচনা করেই তার এ উদ্যোগ। তিনি আরো জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাড়াটিয়াদের পাশে থেকে তাদের সবধরনের সহযোগিতা করে যাবেন মি. ইয়াকুব। সভায় আরো উপস্থিত ছিলেন সিটি প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক এনামুল হক মনা, সহ সভাপতি রাসেল মমিন, শাহারুল আলম জনি, প্রচার সম্পাদক মাসুম রেজা, রিপন আহম্মেদ, তারক নাথ সাহা, পল্লব মজুমদার প্রমুখ।
Leave a Reply