মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে ট্রাকভর্তি বিপুল পরিমাণ খাদ্য অধিদপ্তরের সরকারী চাল কালোবাজারে পাচারের ঘটনায় জড়িত খাদ্য গুদাম সংশ্লিষ্ট চাল বিক্রি সিন্ডিকেটের অন্যতম হোতা ডিবি পুলিশের হাতে আটক শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রবিবার আদালতে সোপর্দ করা হয়। এরপর বিচারকের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়। আটক শহিদুলকে আদালতে সোপর্দ ও জবানবন্দি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদ।
গত শুক্রবার সন্ধ্যার দিকে মণিরামপুর পৌর এলাকার তাহেরপুর নিজ গ্রাম থেকে মৃত সোলাইমান মোড়লের পুত্র শহিদুল ইসলামকে ডিবি পুলিশের একটি দল আটক করে। মামলা তদন্তের সার্থে নাম প্রকাশ না করার শর্তে ডিবি পুলিশের একটি সূত্র জানায়, আটক শহিদুল আদালতে তার জবানবন্দিতে নিজেকে জড়িত থাকার কথা স্বীকার করে সরকারী চাল কালোবাজারে বিক্রির ঘটনায় জড়িত সিন্ডিকেট পরিচালনাকারী আরো এক জনপ্রতিনিধিসহ কয়েকজনের নাম প্রকাশ করেছে। এর আগে ট্রাকভর্তি ৫শ ৪৯ বস্তা সরকারী চাল কালোবাজারে বিক্রিকালে চালসহ আটক চাতাল মালিক মামুন আদালতে জবানবন্দি প্রদান কালে শহিদুলসহ কয়েকজনের নাম প্রকাশ করে। এছাড়া আটক ট্রাক চালক খুলনা দৌলতপুরের ফরিদ হাওলাদার একই ভাবে তার জবানবন্দিতে সরকারী চাল গুদামে আনলোড না করিয়ে ভাই-ভাই রাইচ মিলে নিয়ে যাবার জন্য বলা হয়। সে তার জবানবন্দিতে উক্ত চাল বিক্রির ঘটনায় জড়িত থাকার বিষয়ে মণিরামপুর খাদ্য গুদাম কর্তৃপক্ষের নাম প্রকাশ করে। উল্লেখ্য গত মাসের ৪ এপ্রিল উক্ত সরকারী চাল উদ্ধারসহ আটক ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা হয়। গত ২২ এপ্রিল মামলটি উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবিতে হস্তান্তর হয়।
Leave a Reply