মণিরামপুর কণ্ঠ ডেস্কঃ খুলনা বিভাগীয় ফুটবল এ্যসোসিয়েশনের কর্মকান্ড সঠিকভাবে পরিচালনা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কর্তৃক ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগমী দুই মাসের জন্য অনুমোদন করেন।
নবনির্বাচিত আহবায়ক আলহাজ্ব আসাদুজ্জামান মিঠু (সভাপতি যশোর জেলা ফুটবল এ্যসোসিয়েশন), কমিটির অন্যান্য সদস্য বৃন্দ যথাক্রমে রফিকুল ইসলাম লাড্ডু(সভাপতি চুয়াডাঙ্গা জেলা ফুটবল এ্যসোসিয়েশন), শেখ নাসেরুল হক(সভাপতি সাতক্ষীরা জেলা ফুটবল এ্যসোসিয়েশন), অমিত রায়(সভাপতি বাগেরহাট জেলা ফুটবল এ্যসোসিয়েশন), এ্যাড জিল্লুর রহমান লাজুক(সভাপতি মাগুরা জেলা ফুটবল এ্যসোসিয়েশন)।পূর্বের কমিটির মেয়াদ গত ২৫শে ফেব্রুয়ারী ২০২০ শেষ হওয়ায় নতুন আহবায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয় বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নঈম সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।
নব নির্বাচিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাক্ষ নুরে আলম মিলন, সহসভাপতি সাইদুজ্জামান বাদল, যুগ্ম সম্পাদক সমীর কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লাভলু, সাবেক শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন জনি, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদ হাসান সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোঃ ইব্রাহিম, শাহজাদা নেওয়াজ, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
Leave a Reply