মনিরামপুর প্রতিনিধি: মনিরামপুরে নতুন করে এক চিকিৎসকসহ চার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মনিরামপুরে মোট আক্রান্তের সংখ্যা হলো ছয়জন। বুধবার আক্রান্ত চারজনের বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন করেছে। উপজেলা করোনা মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা ইন্সট্রাক্টর মকবুল হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার(স্যাকমো), একজন স্বাস্থ্য সহকারীসহ চার স্বাস্থ্যকর্মী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। নমুনা সংগ্রহের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। বুধবার মোট সাতটি রিপোর্ট হাতে পাওয়া গেছে। এর মধ্যে চারজন পজেটিভ এবং তিনজন নেগেটিভ। এর মধ্যে একজন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার(স্যাকমো), একজন স্বাস্থ্য সহকারীসহ চার স্বাস্থ্যকর্মী করোনায়(পজেটিভ) আক্রান্ত হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, থানার ওসি(সার্বিক) রফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর মকবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা করোনা আক্রান্তদের বাড়ি পরিদর্শনের পর লকডাউন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, নতুন করে আক্রান্ত চার স্বাস্থ্যকর্মীর মধ্যে দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে এবং অপর দুইজনকে তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। উল্লেখ্য মনিরামপুরে প্রথম করোনায় আক্রান্ত হয় ১২ এপ্রিল একজন স্বাস্থ্যসহকারী। পরবর্তিতে ওই স্বাস্থ্য সহকারীর শ্যালক নবম শ্রেণীর ছাত্র করোনায় আক্রান্ত হয়। বুধাবর পর্যন্ত মনিরামপুর থেকে মোট ৪৫ জনের দেহ থেকে করোনা সন্দেহে নমুনা সংগ্রহের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠােনা হয়। এর মধ্যে পর্যায়ক্রমে ৩৯ জনের রিপোর্ট এসেছে।
Leave a Reply