ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : সারাদেশের ফুল চাষকে অফসল ধরে চাষিরা তেল, ডাল ও মসলার ন্যায় ব্যাংক থেকে ৪% হারে সুদে ঋণ পাবেন কি না এমন প্রশ্ন করে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির। বুধবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকা ঝিকরগাছার গদখালী যাকে বলা হয় ফুলের রাজধানী। বাংলাদেশের ৮৫ ভাগ ফুল উৎপাদন হয় সেখানে। আমাদের দেশের অফসল প্রধান যে ফসলগুলো তেল, ডাল, মসলাতে ব্যাংক ৪% সুদে ঋণ দেয়। কিন্তু ফুলের ঋণের সুদের হার ১০% থেকে ১২%। সেখানে এনজিওগুলো এমনভাবে বিস্তার লাভ করেছে তাদেরকে সুদ দিতে হয় ৩০-৩৫% পর্যন্ত। এছাড়াও তিনি আরো বলেন, ‘আমার প্রশ্ন এই যে প্রান্তিক চাষীরা যারা দেশের ৮৫% চাহিদা মেটায় তাদের এই ফুল চাষকে অফসল ধরে তারা ৪% সুদে ঋণ পাবে কি না?’এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উন্নয়ন বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। যিনি কিছুক্ষণ আগে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটের আকার ৪ লাখ ২’শ ৬৬ কোটি টাকার কথা বলেছেন। কিন্তু জামাত-বিএনপির আমলে ২০০৫-০৬ সালের বাজেটের আকার ছিলো ৬১ হাজার ৫৮ কোটি টাকা। এ থেকেই বোঝা যায় জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন।’
Leave a Reply