মনিরামপুর সংবাদদাতা : মনিরামপুরের জয়পুর ঋষিপল্লীতে বহিরাগত যুবকদের এলাকায় প্রবেশ ও মাদকসেবনে বাঁধা দেয়ায় সন্তোষ দাস নামের এক যুবককে তুলেনিয়ে যাওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলো একই গ্রামের মাদকসেবী আমিনুর রহমান, সোহানুর রহমান, ইমামুল ইসলাম ও জগদীশ দাস। এ ঘটনায় আতংকিত এলাকাবাসী প্রতিকার চেয়ে মঙ্গলবার বেলা ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
জানাযায়, উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের ঋষিপল্লীতে প্রায় শতাধিক পরিবারের বসবাস। কিন্তু অভিযোগ রয়েছে একই গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান ও সোহানুর রহমান, আবু খায়েরের ছেলে ইমামুল ইসলাম ও কৃষ্ণপদ দাসের ছেলে জগদীশ দাসসহ ৮/১০ জন যুবক প্রায়ই ঋষিপল্লীর ভিতরে বিভিন্ন স্থানে বসে মাদক গ্রহনসহ নানাবিধ অপরাধমূলক কাজ করে থাকে। কিন্তু ভয়ে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেননা। সম্প্রতি করোনার কারনে তাদেরকে এলাকায় প্রবেশে বাঁধা দিলে স্থানীয় অজিত দাসের ছেলে চন্ডি দাসের সাথে তাদের কথা কাটাকাটি হয়। গত সোমবার সন্ধ্যার পর অভিযুক্তরা ঋষিপল্লীর ভিতরে সাধন দাসের বাগানে বসে মাদক সেবনের সময় নিরাপদ দাসের ছেলে সন্তোষ দাস তাদেরকে পুনরায় বাঁধা দেয়। এতে সন্তোষ দাসের সাথে তাদের কথাকাটাকাটি হয়। এমনকি এক পর্যায় অভিযুক্তরা তাকে মারপিঠ করতে আসে। স্থানীয় অসিম দাস, পলাশ দাস ও পাগোল দাস জানান, ভয়ে সেখান থেকে পালিয়ে গেলে উপস্থিত এলাকাবাসীর সামনে তারা সন্তোষ দাসকে তুলে নিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দেয়। আর এ কারনে আতংকিত ঋষিপল্লীর শতাধিক নারী-পুরুষ উপজেলা চত্ত¡রে হাজির হয়ে নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে একটি স্মারকলিপি পেশ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী তাদেরকে আস্বস্ত করে বলেন, অচিরেই পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply