নূরুল হক, মনিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে এক স্বাস্থ্য কর্মী কোভিড-১৯ করোনা ভাইরাস পজেটিব হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। গত ৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছিলো। এর আগে এক নার্স,তার স্বামী, এক এএসআইসহ ৭ জনের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়। এদের মধ্যে ২জনকে আইসোলশনে রাখা হয়েছিলো। স্বাস্থ্য কর্মী ছাড়া পরীক্ষায় ৬ জনের করোনা নেগেটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখনো আসেনি। আজ রোববার ২ জনের নমুনা পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা শুভ্রাদেবনাথ জানান, করোনা উপস্বর্গ দেখা দিলে স্বাস্থ্য কর্মীকে গত ৮ এপ্রিল তার শরীরর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। আজ রিপোর্ট হাতে পেয়ে জানতে পারেন ওই স্বাস্থ্য কর্মী করোনা পজেটিভ।
উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান, প্রাথমিক পর্যায় স্বাস্থ্য কর্মীর এলাকা লক ডাউন করা হয়েছে। এরপর জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply