সোহাগ হাসান লিপু, মনিরামপুর, যশোরঃ যশোরের মনিরামপুরে প্রতিদিনের মত আজও সেনা অভিযানে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন ব্যক্তি ও ১০টিরও বেশি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।যশোর থেকে দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জনাব সুফল চন্দ্র গোলদারের নেতৃত্বে উপজেলার পৌর শহর সহ বিভিন্ন এলাকায় সেনা অভিযান পরিচালনা করা হয়। সেনা পুলিশ,সিভিল ডিফেন্স,এবং আনসার বাহিনীর যৌথ অভিযানে যারা অকারনে বাজারে ঘুরাঘুরি করছে তাদেরতে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হচ্ছে।ফলে নিমিশেই রাস্তা ফাকা হয়ে যাচ্ছে শহর ।
এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র জানান,মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী ভাবে বিভিন্ন বাজার এবং বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান গুলোতে লোক সমাগম নিষিদ্ধ করা হয়েছে।এর পরও কিছু মানুষ নিষেধ অমান্য করে জটলার সৃষ্টি করছে।তাই সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে এই অভিযান পরিচালনা করা হয়। করোনা প্রতিরোধ করতে সরকার যতদিন চাইবেন ততদিন আমাদের এই অভিযান অব্যহত থেকে মাঠে কাজ করবে সেনাবাহিনী বলে জানান এই কর্মকর্তা
Leave a Reply