অমারেশ বিশ্বাস, রাজগঞ্জ(যশোর): মনিরামপুর উপজেলার ঝাঁপা ও হরিহরনগর ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চলমান ঝাঁপা ফাঁড়ির পুলিশের । মানুষকে সচেতন করার পাশাপাশি যারা নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রবিবার (৫ এপ্রিল) বিকাল থেকে এই দুই ইউনিয়নে বাজারসহ বিভিন্ন এলাকার গলিগুলোতে এ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েকটি এলাকায় আড্ডারতরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে পালিয়ে যায়। ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহাবুল আলম বলেন, বাজার গুলোতে কোন কারণ ছাড়াই লোকজন আড্ডা দিচ্ছেন। সরকারের দেওয়া নির্দেশনা মানছেন না তারা । সন্ধ্যার পর থেকে বাজারসহ অলি-গলিতে পুলিশ অভিযান পরিচালনা করছে। ঝাঁপা বাজার থেকে অভিযান শুরু করেছি আমরা। সামাজিক দূরত্ব বজায় রাখতে সাধারণ মানুষকে বুঝানোর চেষ্টা করছি। কিছু উঠতি বয়সী যুবক ও অসচেতন লোকজন অলি-গলিতে আড্ডা দিচ্ছে। তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। গ্রামের ভিতরে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে এমন মানুষজনকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। পুলিশ গেলে মানুষজন সরে যায়। পুলিশ চলে আসলে আবার এসে আড্ডা দেয়। আমরা মাইকিং করে বুঝানোর চেষ্টা করছি। যারা আড্ডা দিচ্ছে তাদের সতর্ক করে সরিয়ে দিচ্ছি। পুলিশের এই অভিযানের সাথে যোগদান করেন দুই ইউনিয়নের যুবসমাজ ও প্রতিটি বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, সাংবাদিক শাহিনুর রহমান, জামাত আলী। হরিহরনগর ইউনিয়নে অভিযান পরিচালনায় পুলিশের পাশাপাশি সচেতনতায় এগিয়ে আসেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, মারুফ হোসেন তোতা, তহিদুর রহমান সহ প্রমুখ
Leave a Reply