মণিরামপুর প্রতিনিধি: ‘আতঙ্ক নয়, সচেতন হই’-এ শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন-‘ঐক্য-বন্ধন’-এর উদ্যোগে নোভেল করোনা ভাইরাস রোগের লক্ষণ ও তার থেকে প্রতিকার সম্পর্কে ৬ষ্ঠ দিনের ক্যাম্পেইনে গালদা বাজারে ও তালতলা বাজারে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পোষ্টারিং ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
লিফলেট বিতরণ কালে প্রত্যয়-এর সদস্যরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাসে সংক্রামিত রোগী সনাক্ত হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস সংক্রমিত হওয়ার আগেই আমাদের সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প কিছু নেই।
এছাড়া নোভেল করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, লক্ষণ সমূহ, এ রোগের প্রতিশেধকমূলক ঔষধ বা ভ্যাকসিন আবিস্কার না হওয়ায়-প্রতিরোধের উপায় ও করনীয় বিষয় নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী লিফলেট ও পোষ্টারিং করে।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃমাহমুদ হাসান (সোহাগ), উপদেষ্টাঃমেহেদী হাসান মুন্না, সদস্য সাগর, খলিল,ইমন, সৌরভ,ইমন মন্ডল, শাওন মন্ডল, হাদিউজ্জামান, মুতাচ্ছিন প্রমুখ।
Leave a Reply