নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ আওয়ামীলীগ নেতা হাসান সরোয়ার (৭৫) মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহি….. রাজেউন)। গতকাল বুধবার জোহরবাদ নামাজে জানাযা শেষে মরহুমের নিজ গ্রাম ভরতপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ১ কন্যাসহ বহু গুনাগ্রাহি রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভূগছিলেন বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply