যশোর প্রতিনিধিঃ একাধিক মুলতবী ওয়ারেন্টের পলাতক আসামী, হত্যা ও বিস্ফোরক মামলার তদন্তে প্রকাশিত পলাতক আসামী জাহিদ হাসান ওরফে টাক মিলন ঢাকা বিমান বন্দর থেকে গ্রেফতার।
০১। যে কারণে গ্রেফতারঃ-
১। মুলতবী ওয়ারেন্টঃ
(ক) এসটিসি-২৬৩/১৫, জিআর নং-৪১৮/১২, যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৮, তরিখ-০৮/০৪/২০১২ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৪২৭/৩০৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩।
(খ)এসটিসি-২২৫/১৬, কোতয়ালী মডেল থানার মামলা নং-১৩, তরিখ-০৪/১০/২০১৫ খ্রিঃ, জিআর নং-৯৮৮/১৫, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬।
(গ)এসটিসি-২৪৮/১৭, কোতয়ালী মডেল থানার মামলা নং-৯৫, তরিখ-১৯/০৮/২০১৭ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪/৫০৬ পেনাল কোড।
(ঘ)কোতয়ালী মডেল থানার মামলা নং-১১৩, তরিখ-২৬/০৮/২০১৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৪/৩২৬/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬।
২। তদন্তাধীন মামলাঃ
কোতয়ালী মডেল থানার মামলা নং-১১০, তরিখ-২৯/০৯/২০১৮ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড (কাজীপাড়া সোহাগ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত ও কাঃ বিঃ ১৬৪ ধারায় প্রকাশিত পলাতক আসামী জাহিদ হাসান ওরফে টাক মিলন।
কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৪, তরিখ-২৭/০১/২০১৯ খ্রিঃ, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬। (মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহম্মেদ সাহেবের বাসার সামনে ২৬ জানুয়ারী/২০১৯ তারিখ গভীর রাতে বোমা বিস্ফোরণ মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামী জাহিদ হাসান ওরফে টাক মিলন।
৩। গোয়েন্দা তথ্যঃ
যশোর জেলার টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজী (ট্রাক, অটোরিক্সাসহ বাড়ী নির্মানে), ভূমি দখল, সন্ত্রাস ও গুপ্ত হত্যা সংক্রান্তে গোয়েন্দা তথ্য রয়েছে তার বিরুদ্ধে।
০৪। পিসি পিআরঃ
অপরাধ সূচী হতে জানা যায় যে, ২০০৫ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত আরও ১০টি মামলা রয়েছে টাক মিলনের বিরুদ্ধে।
Sp Jessore ফেসবুক আইডি থেকে নেওয়া।
Leave a Reply