ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা প্রতিনিধি ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ এই স্লোগানের মধ্যদিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের রালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুর রহমান রশিদ, যশোর জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. প্রকাশ চন্দ্র মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ার কবীর, উপজেলা সামাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বি,এম কামরুজামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এসএম আবু আব্দুল্লাহ বায়োজিদ, উপজেলা সমবায় অফিসার রনজিৎ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, গঙ্গানন্দপুরের এআই টেশনিশিয়ান মোস্তাফিজুর রহমান জুয়েল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বিআরডিপি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা (পজিপ) শিপ্রা রাণী ঘোষ।
Leave a Reply