মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডাক্তার নওশের আলীর স্ত্রী ফতেমা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ——- রাজেউন)। শনিবার রাত সোয়া ১১টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন বলে মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইস জনিত রোগে ভুগছিলেন। রোববার জোহরবাদ মরহুমার নামাজে জানাজা শেষে জালঝাড়া গ্রামে পারিবারিক কররস্থানে দাফন সম্পন্ন হয়েছে। নামাজে জানাজায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গুলো শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ শোক বিবৃতি প্রদান করেছেন।
Leave a Reply