মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
সরকারি ভাতা প্রাপ্ত দুগ্ধ প্রদানকারি নারীদের অংশ গ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা রবিবার(৯জুন) সকালে মণিরামপুর অাদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় স্থানীয় মোহনপুর জুঁই নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল লতিফ। আয়োজক সংস্থার পরিচালক ও কাউন্সিলর গীতি রানী কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা রাখেন সুজন_ সুশাসনের জন্য নাগরিক, মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: আব্বাস উদ্দীন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মণিরামপুর অফিসের প্রশিক্ষক রহিমা খাতুন। এ অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন।
Leave a Reply