প্রতিবেদক, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন আইনশৃংখলা কমিটির মূখ্য উপদেষ্টা যশোর-২ আসনের এমপি মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা: নাসির উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, থানার অফিসার্স ইনচার্জ আবদুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার দীপঙ্কর দাশ, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ ও ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান।
Leave a Reply