মণিরামপুর প্রতিনিধি : মণিরামপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল
ইসলামকে আকষ্কিক সোমবার প্রত্যাহার
করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা
হয়েছে।
মণিরামপুর থানা থেকে তার
প্রত্যাহারের বিষয়টি মঙ্গলবার রাত ৯
টার দিকে নিশ্চিত করেন জেলা
অতিরিক্ত পুলিশ সুপার সিকদার
সালাউদ্দীন। থানা সূত্রে জানাযায়,
সহিদুল ইসলাম ২০১৮ সালের ২৪
সেপ্টেম্বর মাগুরা ডিবি থেকে
মণিরামপুর থানায় যোগদান করেন। এর
আগেও তিনি কেশবপুর থানা থেকে
প্রত্যাহার হয়ে খুলনা রেঞ্জে কর্মরত
ছিলেন। মণিরামপুর থানায়
যোগদানের মাত্র ৭ মাসের মাথায়
তিনি প্রত্যাহার হয়ে এবার যশোর
পুলিশ লাইনে সংযুক্ত হয়েছেনে। তবে
কি কারনে তিনি প্রত্যাহার হয়েছেন
তার রহস্য পাওয়া যায়নি। অপরদিকে
মঙ্গলবার বিকেলে নতুন কর্মস্থল
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ
(ওসি) হিসেবে যোগদান করেছেন
মোঃ রফিকুল ইসলাম। তিনি এর পূর্বে
খুলনার রুপসা থানায় কর্মরত ছিলেন।
Leave a Reply