মোঃ আয়ুব হোসেন (পক্ষী)বেনাপোল প্রতিনিধিঃ
কারিগরি মর্যাদাসহ ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আবারও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে শার্শা উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শনিবার সকাল থেকে এ কর্মবিরতি পালন করা হয়। তারা উপজেলার কোথাও টিকা প্রদান কর্মসূচিতে অংশ গ্রহণ করেনি।
বাংলাদেশ হেলথ্ এসিসটেন্ট এসোসিয়েশনের ডাকা কর্মবিরতিতে বক্তব্য রাখেন কেন্ত্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান, শার্শা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান সুমন, সাধারণ সম্পাদক ঈমামুল হোসেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হেলথ সহকারী হাসানুজ্জামান, কামরুজ্জামান, মনিরুজ্জামান, হামিদা পারভিন ও রেনুকা। কর্মবিরতি পালনকারী বক্তারা বলেন, তাদের কারিগরি পদমর্যাদাসহ বেতন স্কেল প্রদান, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ ও শূন্য পদে নিয়োগ এবং ১০ শতাংশ পোষ্য কোটার প্রবর্তনের দাবি বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি বাস্তবায়ন না হলে ২৩ জানুয়ারী সিভিল সার্জন অফিসে কর্মবিরতি পালন করা হবে। তারপরও যদি না হয় তাহলে শার্শা উপজেলা তথা সারাদেশে সকল টিকা প্রদান কর্মসূচি বন্ধ করে দেওয়ার হুমকি দেন তারা।
স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করায় উপজেলার বিভিন্ন অঞ্চলে শিশুদের টিকা ও ভিটামিন খাওয়ানোর কাজ বন্ধ রয়েছে।
Leave a Reply