নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে বাসন্তী পূজা উপলক্ষে তৈরি করা বিভিন্ন দেবদেবীর প্রতিমা ভাংচুর করার অভিযোগ উঠেছে। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে থানায় একটি মামলা নিয়েছে। এই ব্যাপারে এখনো কেউ আটক হয়নি। জানাযায়, আগামী ১১ এপ্রিল থেকে ৪ দিন ব্যাপী হিন্দু ধর্মালম্বীদের বাসন্তী পূজার উৎসব চলবে। এই উপলক্ষে উপজেলার বিভিন্ন পূর্জা মন্ডবে দর্শনীয়ভাবে দেবদেবীর প্রতিমা স্থাপন করা হয়েছে। হেলাঞ্চী পুরাতন বাজার সংলগ্ন বাসন্তী পূজার মন্ডবে ৬ এপ্রিল দুপুর ২ টা থেকে ৫ টার মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা ঢুকে এই মন্দিরের বিভিন্ন দেবদেবীর প্রতিমা ভাংচুর করে।
মন্দিরের সভাপতি কার্তিক দাস জানান, কে বা কারা দূর্গা, গণেশ, স্বরসতী, লক্ষী, মহিষাসূর ও সিংহ প্রতিমার মাথা এবং হাত ভেঙ্গে দেয়। তিনি এই দিন দুপুর ২ টার সময় মন্দিরে গেলে সকল প্রতিমাকে অক্ষত দেখে মণিরামপুর বাজারে যান। সেখান থেকে ফিরে বিকাল ৫ টার দিকে মন্দিরে যেয়ে ভাঙ্গাচুর প্রতিমা দেখে তাৎক্ষনিক ভাবে আইন প্রয়োগকারী সংস্থাসহ অন্যান্য কর্তৃপক্ষকে অবহিত করেন। মন্দিরের সম্পাদক রণজিৎ বিশ্বাস জানান, অজ্ঞাত ব্যক্তিরা ধর্মীয় প্রতিষ্ঠানকে অবমাননাকর করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। এদিকে মন্দির কমিটির কাছ থেকে এ খবর পাওয়া মাত্র যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনছার আলী, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান, ওসি তদন্ত এসএম এনামুল হক, সেকেন্ড অফিসার তপন কুমার সিংহসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগন সেখানে ছুটে যান। তারা রাত ৮ পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পাওয়ার পর কারা ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহিৃত করার গোপন তৎপরতা শুরু করেছেন বলে সূত্র জানিয়েছেন। মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা করেন।
এ ব্যাপারে মণিরামপুর থানার ওসি তদন্ত এসএম এনামুল হক রবিবার দুপুরে জানান, ঘটনার সত্যতা পাওয়ায় মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে থানায় মামলা করেছেন। ইতোমধ্যে দোষীদের সানাক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
Leave a Reply