বুধবার বিআইডব্লিউটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মার্চ রাত ৯টায় এমভি মধুমতি জাহাজটি নারায়ণগঞ্জের পাগলা মেরি এন্ডারসন (ভিআইপি জেটি) থেকে ছেড়ে যাবে। বরিশাল-মংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া জলপথ দিয়ে কলকাতা পৌঁছাবে সেটি।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বলেন, “বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল চুক্তির আওতায় ভ্রমণ ইচ্ছুক পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সরকারি নির্দেশনায় সংস্থার নিজস্ব অত্যাধুনিক নৌযান দিয়ে পরীক্ষামূলকভাবে ঢাকা-কলকাতা যাত্রীবাহী নৌ-যোগাযোগ সার্ভিস চালু হতে যাচ্ছে।”
গত বছর ২৪ অক্টোবর ভারতের রাজধানী নয়া দিল্লিতে লো মেরিডিয়ান হোটেলে ‘প্রোটোকল অন ইনল্যান্ড ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিডব্লিউটিসি)’ এর স্থায়ী কমিটির সভায় দুই দেশের সম্মতিতে সিদ্ধান্ত হয়, এতদিন মালবাহী জাহাজ চলাচলকারী এই রুটে যাত্রীবাহী জাহাজও চলতে পারবে।
বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ এবং ভারতের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ-ভারতের ওই চুক্তিতে গঙ্গা-পদ্মা-ব্রহ্মপুত্র দিয়ে কলকাতা-ঢাকা-গুয়াহাটি যাওয়ার জলপথ উন্মুক্ত হয় নৌ ভ্রমণপ্রেমীদের জন্য।
এমভি মধুমতির এবারের পরীক্ষামূলক যাত্রা নিয়ে নজরুল ইসলাম মিশা বলেন, “প্রথমবার কলকাতা গিয়ে পরবর্তীতে কোন কোন বার যাবে এবং কলকাতা থেকে কোন দিন ছাড়বে, তা জানানো হবে।”
এমভি মধুমতি নৌযানে ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমণে আগ্রহীদের ৯৬৬৯৪৭৮, ৯৬৬৭৯৭৩, ০১৭১৫৬৩৫৩৪১, ০১৭৫৩৯৯০৮২০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
এই ভ্রমণে এমভি মধুমতির কেবিন ভাড়া- দুইজনের ফ্যামিলি স্যুট ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণির যাত্রী প্রতি ৫ হাজার টাকা, দুজনের জন্য ডিলাক্স শ্রেণি ১০ হাজার টাকা, যাত্রী প্রতি ইকোনমি চেয়ার ২ হাজার টাকা এবং যাত্রী প্রতি সুলভ শ্রেণি বা ডেকে ১৫০০ টাকা।
Leave a Reply