ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ অবহেলিত যশোর-বেনাপোল মহাসড়কের চারলেনে উন্নীত করার কাজ বন্ধের জন্য পরিকল্পিত ভাবে যার ক্রমাগত রাস্তার পাশে বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙ্গার থেকে বিরত থাকার জন্য শতবছরের আধামরা ও ঝুঁকিপূর্ণ গাছের দোয়ায় দিয়ে গভীর চক্রান্ত পরিচালনাকারী মহলকে হাটাতে ঝিকরগাছার সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে রবিবার সকাল সাড়ে ১১টা থেকে স্থানীয় যশোর বাসষ্ট্যান্ডের কদম তলায় লক্ষ জনতার সম্মতিক্রমে গণস্বাক্ষর নেওয়ার কর্মসূচি শুরু করা হয়েছে।
উক্ত গণস্বাক্ষর কর্মসূচি কর্যক্রম পরিচালনা করছেন কমিটির আহ্বায়ক আশরাফুুজ্জামানর বাবু মাষ্টার, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সদস্য ইলিয়াস মাহমুদ, রফিকুল ইসলাম, এমআর মাসুদ, তরিকুল ইসলাম, একরামুল হক খোকন, আফজাল হোসেন চাঁদ, রফিকুল ইসলাম রফিক, আব্দুল্লাহ আল মামুন, সাপ্তাহিক সোনালীদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়াও একান্ত সহযোগিতায় ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য শাহানা আক্তার, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ওবাইদুল রহমান উবা, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি খন্দকার বশির আহমেদ, সাধারণ সম্পাদক ইমরান রশিদ প্রমুখ।
রবিবার রাত পর্যন্ত প্রায় পাঁচ হাজার জনসাধারণের স্বাক্ষর নেওয়া হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত এবং আগামী মঙ্গলবার সকাল ১১টার সময় যশোর বেনাপোল মহাসড়কে ঝিকরগাছার সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে যশোর থেকে বেনাপোলের দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের মাধ্যমে মানববন্ধন করা হবে।
Leave a Reply