নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
আগামী ৩১মার্চ ৪র্থ ধাপের অনুষ্ঠিতব্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শেষদিন পর্যন্ত মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ০৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল ৪ মার্চ সোমবার ছিল মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিন। এদিন বিকেল পর্যন্ত সহকারী রির্টানিং কর্মকর্তা জেলা সিনিয়র নির্বাচনী অফিসারের কাছে এবং মণিরামপুর উপজেলা নির্বাচনী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা সহিদুর রহমানের কাছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত যশোর জেলা যুব মহিলা লীগের সহসভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা খানম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগ সদস্য বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান খান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বর্তমান উপজেলা আওয়ামীলীগের তরুণ পরিশ্রমি নেতা সন্দীপ ঘোষ, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম কুমার বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রীতা পাঁড়ে, সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার ও উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী কাজী জলি আক্তার তাদের স্ব-স্ব কর্মী-সমর্থকদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সহিদুর রহামানের এর কাছে তাদের মনোনয়নপত্র জমা প্রদান করেন। অন্যদিকে এ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন তার মনোনয়ন পত্র সহকারী রির্টানিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তার কাছে জমা প্রদান করেছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। দাখিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৬ মার্চ ও প্রার্থীতা প্রত্যাহেরর শেষ তারিখ ১৩ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।
উল্লেখ্য, ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত বিশাল আয়াতনের এ উপজেলাটিতে ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ২শত ৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৬ শত ৩৩ জন ও নারী ভোটর ১ লক্ষ ৫৯ হাজার ৪ শত ৫১ জন।
Leave a Reply