জাতীয় ডেক্স:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে তার শারীরিক অবস্থা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা চলছে।
বিএসএমএমইউ’র কার্ডলিওজির চেয়ারম্যান সৈয়দ আলী আহসান বলেন, ‘এনজিওগ্রাম করা হয়েছে। এরই মধ্যে তিনটি ব্লক ধরা পড়েছে, একটি ওপেন করা হয়েছে। সকালের চেয়েও এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।’
Leave a Reply