মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল হক আনারস প্রতীকে ৪৪৬২ (১১৩ ভোট বেশি) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
২৮ ফেরুয়ারি ২০১৯ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল আলিম জিন্নাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৪৩৪৯ ভোট। অপর ২ প্রার্থী শহিদুল ইসলাম ঘোড়া প্রতীকে ১০৩৭ এবং আশিকুর রহমান টেবিলফ্যান প্রতীকে ৪৭ ভোট পেয়েছেন। ইউনিয়নে ২০ হাজার ৬ শত ৮৬ জন ভোটারের ১০ হাজার ২ শত ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এ ইউনিয়নে চেয়ারম্যান সরদার মুজিবুর রহমান ২০১৮ সালের ১১ নভেম্বর মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
Leave a Reply